Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorized২৪ বছর পর পাক সফরে অস্ট্রেলিয়া

২৪ বছর পর পাক সফরে অস্ট্রেলিয়া

সংবাদ সংস্থা : ২৪ বছর পর আবার পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া । গত বছরের নভেম্বরে প্রথম পাকিস্তান বোর্ডের তরফে এক বিবৃতিতে প্রকাশিত হয়েছিল সেই খবর। তবে পাক সফর নিয়ে রীতিমতো চিন্তায় ছিল অজি শিবির। নিরাপত্তার কারণেই কিছুটা হলেও অস্বস্তি এখনও রয়েছে কামিন্সদের মধ্যে।

২৪ বছর পর পাক সফরে অস্ট্রেলিয়া

কিন্তু এরই মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, অজিদের আসন্ন পাক সফরের চূড়ান্ত সূচি জানিয়ে দেওয়া হল।মার্চ মাসে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। প্রথমে রয়েছে তিন টেস্টের সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট ৪ থেকে ৮ মার্চ রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্ট ১২ থেকে ১৮ মার্চ করাচিতে এবং তৃতীয় টেস্ট ২১ থেকে ২৫ মার্চ লাহোরে।

২৪ বছর পর পাক সফরে অস্ট্রেলিয়া

২৯ মার্চ থেকে চারটি সাদা বলের ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ একদিনের ও শেষেরটি টি-২০। সব ক’টি খেলাই হবে রাওয়ালপিন্ডিতে। ৫ এপ্রিল শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। এর আগে ১৯৯৮ সালের সফরে মার্ক টেলরের অস্ট্রেলিয়া পাকিস্তান থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল।

Most Popular

error: Content is protected !!