Monday, May 20, 2024
spot_img
Homeকলকাতাঅনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের

অনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার: আদালতে আপাতত স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিল। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না। তবে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। যেহেতু এই ঘটনায় অনুব্রত মণ্ডল সাক্ষী, অভিযুক্ত নন, তাই তাঁর বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ দিয়েছে আদালত।

অনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই যাতে তাঁর বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা না নেয়, সেই আর্জি নিয়েই কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই মামলার শুনানিতেই বৃহষ্পতিবার রক্ষাকবচ দেওয়া হল তাঁকে।চার সপ্তাহ পরে আবারও সিবিআইকে হলফনামা দিতে বলেছে আদালত। তারপর বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি হবে।

Most Popular

error: Content is protected !!