Saturday, May 18, 2024
spot_img
Homeদেশবোর্ড বনাম বিরাট দ্বন্দ্ব নিয়ে সরব গম্ভীর

বোর্ড বনাম বিরাট দ্বন্দ্ব নিয়ে সরব গম্ভীর

সংবাদ সংস্থা : ভারতীয় ক্রিকেট বিসিসিআই বনাম বিরাট কোহলি ইস্যু নিয়ে এখনও চর্চা চলছে। ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট সম্প্রতি বলেছেন, কোনও টিমে কাউকে যদি নেতা হতে হয়, ক্যাপ্টেন না হলেও চলবে। ব্যাটার কোহলি ক্রিকেট কেরিয়ারের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন আর নন বিরাট। নেপথ্য বোর্ডের সঙ্গে তাঁর ধুন্ধুমার সংঘাত। বহুবার এমনটা বলা হয়েছে।

বোর্ড বনাম বিরাট দ্বন্দ্ব নিয়ে সরব গম্ভীর

এই নিয়ে উঠেছে নানা প্রশ্নও। দেশ বিদেশের ক্রিকেটাররা এই বিষয়ে বিভিন্ন সময় নিজেদের মতামত জানিয়েছেন। বিসিসিআই ও বিরাটের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। বোর্ড ও কোহলির দ্বন্দ্বতে টিআরপির সঙ্গে উল্লেখ করার পাশাপাশি গৌতম বলেন, এই বিষয়টা কিন্তু অভ্যন্তরীনভাবে মিটিয়ে নেওয়া যেত।

বোর্ড বনাম বিরাট দ্বন্দ্ব নিয়ে সরব গম্ভীর

এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতি বলেন, “আমি মনে করি এটা বন্ধ দরজার পিছনেও এই বিষয়টা নিয়ে সমধান করা যেতে পারে। এটা একটা অন্তর্বর্তী দ্বন্দ্ব। তবে এটা অনেক চ্যানেলের টিআরপির জন্য যথেষ্ট ভালো বিষয় ছিল। এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা গভীরতায় গিয়ে থেকে দেখেন, তা হলে দেখবেন এটা সহজেই মেটানো যেত, বড় ব্যাপার নয়।”

Most Popular

error: Content is protected !!