Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যকাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে, রচনার ছবি দিয়ে পোস্টার

কাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে, রচনার ছবি দিয়ে পোস্টার

বৃহস্পতিবার প্রকাশ্যে বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রচারে যেন কাঞ্চন না আসেন, সে কথা স্পষ্টভাবে জানিয়েও দেন কল্যাণ। দিনভর এই নিয়ে চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। তবে এমন ঘটনা ঘটতে পারে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

কাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে, রচনার ছবি দিয়ে পোস্টার

এই বার্তা লিখে পোস্টার দেখা গেল হুগলি লোকসভা কেন্দ্রে। পোস্টারে লেখা, “আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে, কালকে আপনার সঙ্গেও হতে পারে। এই বাংলায় শিল্পীদের কোনও দাম নেই।” পোস্টারের শেষে ‘জয় বাংলা’ ও মাঝে ‘দিদি নম্বর ওয়ান’ লেখা। রচনা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক কাঞ্চন মল্লিকের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে খাদ্য ভবনের সামনে।

কাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে, রচনার ছবি দিয়ে পোস্টার

কারা এই পোস্টার সাঁটিয়েছেন তা অজানা।এ প্রসঙ্গে রচনা বলেন, ‘‘সব শিল্পীরই সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। তবে কাঞ্চনের ক্ষেত্রে কী পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই বলতে পারব না। আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে, আমি বলব আমার সঙ্গে এখনও হয়নি।

কাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে, রচনার ছবি দিয়ে পোস্টার

আমি কাঞ্চন বা কল্যাণদাকে কাউকেই সমর্থন করছি না। কারণ বিষয়টা আমি পুরোটা জানি না কী ঘটনা ঘটেছিল।’’ তৃণমূলকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘‘কয়েক দিন আগেই বলাগড়ে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।

কাঞ্চনের মতোই হাল আপনার সঙ্গেও হতে পারে, রচনার ছবি দিয়ে পোস্টার

আবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হল। বিজেপি বলত, তৃণমূলে শিল্পী, সাহিত্যিকদের সম্মান নেই। আর এখন তৃণমূলের লোকজনই পোস্টার দিয়ে সেটা জানিয়ে দিচ্ছেন। ঘটনা যা ঘটছে তাতেও স্পষ্ট যে, তাঁদের সম্মান নেই।’’

Most Popular

error: Content is protected !!