Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্যমহিলা অসন্তোষের অভিযোগে প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

মহিলা অসন্তোষের অভিযোগে প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

প্রচারে বেরিয়ে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার।

মহিলা অসন্তোষের অভিযোগে প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায়। কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন। এ বিষয়ে কল্যাণ জানান,উনি মনক্ষুণ্ণ হয়েছেন কী হননি আমি জানি না। আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি।

মহিলা অসন্তোষের অভিযোগে প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না।” কল্যাণের প্রশ্ন, “আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? উনি একজন বিধায়ক। নিজেও প্রচার করতে পারেন। সেখানে তো করছেন না। আমাকে নির্বাচনে লড়তে হচ্ছে।

মহিলা অসন্তোষের অভিযোগে প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

মানুষের মনে যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নই। আমি সমষ্টিগত মানুষের জন্য। তাই সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না কোনও ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য।” কল্যাণের এই ব্যবহার নিয়ে কাঞ্চন বলেন, ‘‘আমি দলীয় কর্মসূচিতে গিয়েছিলাম।

মহিলা অসন্তোষের অভিযোগে প্রচারে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

উনি বলেছেন কারা নাকি রিয়্যাক্ট করেছে! আমি তো আগেও প্রচারে ছিলাম। কই, আমাকে দেখে তো কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। এখন ওঁকে কেউ বলেছে কি না উনি বলতে পারবেন।’’

Most Popular

error: Content is protected !!