Saturday, May 18, 2024
spot_img
Homeরাজ্যচতুর্থ দফায় বঙ্গে রেকর্ড বাহিনী!

চতুর্থ দফায় বঙ্গে রেকর্ড বাহিনী!

২৬৩ কোম্পানি বাহিনী দিয়ে প্রথম দফায় লোকসভা ভোট শুরু হয়েছিল বাংলায়। ৭ মে তৃতীয় দফায় মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের জন্য মোতায়েন হবে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাড়বে রাজ্য পুলিশের সংখ্যাও। কিন্তু চতুর্থ দফার ভোটে বাংলার জ‌ন‌্য যে পরিমাণ বাহিনী চাইতে চলেছে নির্বাচন কমিশন, তা চমকে দেওয়ার মতো!

চতুর্থ দফায় বঙ্গে রেকর্ড বাহিনী!

কমিশন সূত্রে খবর, চতুর্থ দফায় আট কেন্দ্রে ভোট নিতে রেকর্ড সংখ‌্যক ৭৫০ কোম্পানি বাহিনী চাওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কারণ, ১৩ মে ওই দফায় আটটি কেন্দ্রে ভোট হবে। স্বাভাবিক ভাবেই বুথ সংখ্যা বাড়বে। আগের দফাগুলির তুলনায় বেশি থাকতে পারে ঝুঁকিপূর্ণ (ক্রিটিকাল) এবং অতি-ঝুঁকিপূর্ণ (ভালনারেবল) এলাকার সংখ্যাও।

চতুর্থ দফায় বঙ্গে রেকর্ড বাহিনী!

এক কর্তার কথায়, ‘‘একটি দফার ভোট শেষ হওয়ার পরেই পরের দফার জন্য বাহিনীর তথ্য পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে চতুর্থ দফায় বেশি সংখ্যায় বাহিনী প্রয়োজন।’’

Most Popular

error: Content is protected !!