Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যতীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য

তীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য

দক্ষিণবঙ্গের পাশাপাশি তীব্র দাবদহ শুরু হয়েছে উত্তরবঙ্গেও। গরম পড়তেই বিভিন্ন এলাকায় জল কষ্টের চিত্র দেখা যায়। জলের সমস্যার অভিযোগ তুলে কোথাও কোথাও পথ‌ অবরোধেও সামিল হচ্ছেন সাধারণ মানুষ। এর‌ই মধ্যে জল‌ অপচয়ের দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরা‌য়।তীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য দেখা যাচ্ছে কোথাও কোথাও।

তীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য

দিনের পর‌ দিন‌ জল অপচয়‌ হলেও স্থানীয় পঞ্চায়েতের‌ ঘুম ভাঙছে না বলে অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন ঝা বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার ধারে সরকারি কলের মুখ না থাকায় ব্যাপক হারে জল অপচয় হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে পঞ্চায়েত সদস্যের কাছে বারবার অভিযোগ জানালেও কোন লাভ হয়নি।

তীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য

স্থানীয় বাসিন্দারা বলেন, কলের মুখ না থাকার কারণে জল বন্ধ করা যায় না। প্রতিদিন হাজার হাজার লিটার পানীয়‌ জল‌ পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।অথচ জলপাইগুড়ির ঝড় বিদ্ধস্ত এলাকায় এখনও PHE দপ্তর থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে গাড়ি দিয়ে।

তীব্র জল সঙ্কট‌ পরিস্থিতির মধ্যেও জল অপচয়ের দৃশ্য

জলপাইগুড়ি পৌরসভার ২২ ও ২৫ নম্বর ওয়ার্ড সহ্ বেশ কিছু এলাকায় ব্যাপক জল কষ্টের অভিযোগ উঠে আসছে প্রতিনিয়ত।

Most Popular

error: Content is protected !!