Tuesday, May 21, 2024
spot_img
Homeরাজ্যশীতলকুচির গুলি চালানো বুথে থাকছে না সিআইএসএফ

শীতলকুচির গুলি চালানো বুথে থাকছে না সিআইএসএফ

এবার লোকসভা ভোটে কোচবিহারের শীতলকুচির গুলি চালানো বুথের নিরাপত্তায় সিআইএসএফ-কে না পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।২০২১-এর ১০ এপ্রিল ভোটের দিন শীতলখুচির জোরপাটক গ্রামের ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চলার ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল চার ভোটারের।

শীতলকুচির গুলি চালানো বুথে থাকছে না সিআইএসএফ

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রক্ষীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে সেই সময় তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। কমিশন সূত্রে খবর, বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থির হয়েছে, সিআইএসএফের পরিবর্তে সেখানে বিএসএফ, সিআরপিএফ অথবা আইটিবিপির বাহিনী পাঠানো হতে পারে।

Most Popular

error: Content is protected !!