Monday, May 20, 2024
spot_img
Homeদেশবেশি সোনা জমানো দেশের মধ্যে নবমে ভারত

বেশি সোনা জমানো দেশের মধ্যে নবমে ভারত

বিভিন্ন দেশ নিজেদের রাজকোষে জমিয়ে রাখে সোনা। এই গোল্ড রিজার্ভ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন দেশের হাতে কী পরিমাণ সোনা জমা করে রাখা আছে, তার একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে ফোর্বস। সেই তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে ভারতও।

বেশি সোনা জমানো দেশের মধ্যে নবমে ভারত

ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিশ্বের মধ্যে সবথেকে বেশি গোল্ড রিজার্ভ রয়েছে আমেরিকার। মার্কিনি গোল্ড রিজার্ভের পরিমাণ প্রায় ৮১ হাজার ৩৩৬ টন। আমেরিকার পরই তালিকায় রয়েছে জার্মানি। সে দেশের ভান্ডারে প্রায় ৩ হাজার ৩৫২ টন সোনা জমানো রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইটালি।

বেশি সোনা জমানো দেশের মধ্যে নবমে ভারত

ইউরোপের এই দেশে জমাকৃত সোনার পরিমাণ প্রায় ২ হাজার ৪৫১ টন। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সের গোল্ড রিজার্ভ প্রায় ২ হাজার ৪৩৬ টন। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। মস্কোর ভান্ডারে প্রায় ২ হাজার ৩৩২ টন সোনা রয়েছে বলে উঠে এসেছে ফোর্বসের রিপোর্টে।গোল্ড রিজার্ভের নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছে চিন। ২ হাজার ১৯১ টন সোনা রয়েছে বেজিংয়ের কাছে।

বেশি সোনা জমানো দেশের মধ্যে নবমে ভারত

এর পর রয়েছে সুইজারল্যান্ড। তাদের কাছে সোনা রয়েছে প্রায় ১ হাজার ৪০ টন। এর পর রয়েছে জাপান। জাপানের গোল্ড রিজার্ভ প্রায় ৮৪৫ টনের। ফোবর্সের তথ্য অনুযায়ী, ভারত রয়েছে নবম স্থানে। ভারতের ভান্ডারে জমিয়ে রাখা সোনার পরিমাণ প্রায় ৮০০ টন। তালিকার দশ নম্বরে থাকা নেদারল্যান্ডসের কাছে সোনা রয়েছে প্রায় ৬১২ টন।

Most Popular

error: Content is protected !!