Tuesday, May 21, 2024
spot_img
Homeকলকাতানদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

নদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

অশোক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ‘০০ ৭ জেমস বন্ড এর ছবি মানেই অভিনব রোমাঞ্চকর সব দৃশ্য। এমন এক দৃশ্য
ছিল যেখানে সমুদ্রের নীল জলের একেবারে গভীরে একটি ভাসমান ডুবোজাহাজ। তার ভিতরে মোটা ঝকঝকে কাচের
বাইরে তাকালে দেখা যাচ্ছে, জল আর জল। সেই জলেতে ঘুরে বেড়াচ্ছে বড় বড় মাছ আরও সব জলজ প্রাণী।

নদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

মনে হচ্ছে
যেন, একেবারে গায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে তারা। সেই রকমের কাছাকাছি এমন রোমাঞ্চকর দৃষ্টিনন্দন দৃশ্য দেখা
যাবে হুগলী নদীর জলের তলায়। তবে এটা কোনও সিনেমার দৃশ্য নয়। একেবারে বাস্তব ছবি। যা এবার মেট্রো রেলের
পক্ষ থেকে দেখানো হবে প্রতিদিন।

নদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

বিশেষ করে যাঁরা আর কিছুদিনের ভিতর হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো করে
যাতায়াত করবেন, তাঁরাই এই জলের তলার জলরাশি আর সেখানে মাছ সহ নানা ধরণের জলজ প্রাণীকে স্বচক্ষে দেখতে
পাবেন। তবে এই দর্শণের সময় মাত্র ৪৫ সেকেন্ড স্থায়ী হবে।

নদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

কারণ, হাওড়া থেকে শিয়ালদহ আসার সময় হুগলী
নদীর জলের তলা দিয়ে মেট্রোর যে টানেল চলে গিয়েছে তা পেরোতে মাত্র ৪৫ সেকেন্ড সময় লাগবে। এই সময়টুকু যাতে
যাত্রীরা ওই জলের তলাকার ছবি দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি তার স্মৃতি ধরে রাখতে পারেন মানসপটে, সেইজন্য এই
ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে কি বলছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপায়ন দাস।

নদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

তা শোনা যাক।
তিনি বলছেন, খুব শীঘ্রই হুগলি নদীর তলদেশ দিয়ে কলকাতাবাসী মেট্রো করে যাতায়াতের রোমাঞ্চকর অভিজ্ঞতার
স্বাদ পাবেন। এজন্য মেট্রো রেল অসাধারণ একটা ব্যবস্থা করেছে। তা হল, নদীর তলা দিয়ে ৫২০ মিটারের যে
টানেলটি গিয়েছে।

নদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

সেই টানেলের ভিতর দিয়ে যখন ট্রেন যাতায়াত করবে, তখন অন্য অনুভূতি পাবেন যাত্রীরা। এই
যাত্রপথকে সুন্দর করার জন্য ওই অংশটি ঘন নীল আলো দিয়ে সাজানো হয়েছে। যাতে যাত্রীদের মনে হবে নীল
জলরাশির ভিতর দিয়ে তাঁরা যাচ্ছেন।

নদীতে খেলছে মাছ, তলা দিয়ে ছুটছে মেট্রো, এবার বাস্তবে

শুধু তাই নয়, সেই নীল জলরাশির ভিতর দেখতে পাবেন, হরেক রকমের বড় বড় মাছ
খেলে বেড়াচ্ছে। শুধু তাই নয়, নদীর তলার পরিবেশ তথা আবহকে তুলে ধরার জন্য সেই ধরণের শব্দকে ব্যবহার করা
হয়েছে। যা আপনি ভুলতে পারবেন না।

Most Popular

error: Content is protected !!