Sunday, May 19, 2024
spot_img
Homeরাজ্যচাঁচলে সোনার দোকানে ডাকাতিতে বিহার-যোগ! দাবি পুলিশে

চাঁচলে সোনার দোকানে ডাকাতিতে বিহার-যোগ! দাবি পুলিশে

স্টাফ রিপোর্টার: সোমবার মালদহের চাঁচলে সোনার দোকান থেকে কোটি টাকারও বেশি মূল্যের অলঙ্কার লুট করে পাঁচ জন। ডাকাতি করে পালানোর সময় এলোপাথাড়ি গুলিও চলে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইকের লুকিং গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।এই ঘটনায় এবার বিহার-যোগ পাচ্ছে পুলিশ।

চাঁচলে সোনার দোকানে ডাকাতিতে বিহার-যোগ! দাবি পুলিশে

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদলকে চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, স্থানীয় দুষ্কৃতীদের পাশাপাশি বিহারের দুষ্কৃতীরাও ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে। যেহেতু হেলমেট পরে ডাকাতি হয়েছে, তাই অনেকেরই মুখ পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না।

চাঁচলে সোনার দোকানে ডাকাতিতে বিহার-যোগ! দাবি পুলিশে

বিভিন্ন সূত্র ধরে ডাকাতদলের খোঁজ চালানো হচ্ছে বলে দাবি পুলিশের।পুলিশ তদন্ত শুরু করলেও ডাকাতির ঘটনায় মঙ্গলবার চাঁচল থানার নেতাজি মার্কেটে অঘোষিত বন্‌ধ পালন করলেন ব্যবসায়ীরা। পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।

Most Popular

error: Content is protected !!