Wednesday, May 22, 2024
spot_img
Homeরাজ্যগ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

গ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

স্টাফ রিপোর্টার : জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নয়।এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।বিধানসভায় তৃণমূলের ধর্না কর্মসূচি চলাকালীন গত বুধবার বিজেপি বিধায়কেরাও বিক্ষোভ দেখাচ্ছিলেন। তৃণমূল শিবির থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। অভিযোগ, বিজেপি বিধায়কেরা জাতীয় সঙ্গীত চলাকালীন তৃণমূল বিরোধী স্লোগান দিচ্ছিলেন।

গ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

এতে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্পিকারের কাছে প্রথমে সেই অভিযোগ জমা পড়ে। পরে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়। লালবাজার থেকে এই মামলায় ডেকে পাঠানো হয় বিজেপি বিধায়কদের।মঙ্গলবার লালবাজারে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছিল।

গ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

তার আগে সোমবার এফআইআরকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যায় বিজেপি।সেই মামলায় লালবাজার থেকে বিজেপি বিধায়কদের উদ্দেশে যে সমন পাঠানো হয়েছিল, তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, “জাতীয় সঙ্গীত আচমকা শুরু করা যায় না। সে ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মানা দরকার।”

গ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

তিনি আরও জানান, “অম্বেডকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল বিধায়কেরা ধর্না কর্মসূচি পালন করেন। বিধানসভার গেটের সামনে থেকে বিরোধীরা পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন। অর্থাৎ, দু’টি ঘটনা প্রায় একই সঙ্গে শুরু হয়। জাতীয় সঙ্গীত শুরু হতেই স্লোগান দেওয়া শুরু হয়েছে, বিষয়টি এমন নয়।

গ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

ফলে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, জাতীয় সঙ্গীতের সময় বাধা বা বিরক্ত করা কী ভাবে হয়েছে?” পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি সেনগুপ্ত। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ কী ভাবছে? কয়েক লাখ টাকা খরচ করে মামলা হচ্ছে। খুনের অভিযোগে পুলিশ এফআইআর নেয় না, এমন উদাহরণ আমার কোর্টে রয়েছে। ধর্ষণের অভিযোগের তদন্ত সঠিক ভাবে করে না পুলিশ।

গ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

আর জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে দ্রুত মামলা দায়ের হয়ে গেল! এই ধরনের ছেলেমানুষি মামলার জন্য কত মামলা আটকে রয়েছে। স্লোগান চলছিল দেখেও জাতীয় সঙ্গীত করার কী দরকার ছিল?’’ বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, “ঘোষণা না করে জাতীয় সংগীত গাওয়া হলে অবমাননার অভিযোগ আনা যায় কি? এক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জাতীয় সংগীত শুনতে পেয়েছিলেন তা প্রমাণ হবে কী করে?”

গ্রেফতার নয় বিজেপি বিধায়কদের, জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

আগামী বৃহস্পতিবার পর্যন্ত ১১ জন বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে।বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন পুলিশকে কেস ডায়েরি নিয়ে আদালতে হাজির থাকতে হবে।

Most Popular

error: Content is protected !!