Friday, May 17, 2024
spot_img
Homeরাজ্যসেঞ্চুরি পিঁয়াজে! বাজারে হানা টাস্ক ফোর্সের

সেঞ্চুরি পিঁয়াজে! বাজারে হানা টাস্ক ফোর্সের

স্টাফ রিপোর্টার: দুর্গাপুজো শেষ হতেই পিঁয়াজের দামে নাভিশ্বাস সাধারণ মধ্যবিত্তের।বাজারে এখন ৮০ টাকায় পৌঁছেছে পিঁয়াজ। তবে কোনও কোনও বাজারে ১০০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে পিঁয়াজ বলে অভিযোগ। এত দাম বৃদ্ধি পেলে সাধারণের পক্ষে পিঁয়াজ কেনা কঠিন।

সেঞ্চুরি পিঁয়াজে! বাজারে হানা টাস্ক ফোর্সের

তাই বৃহস্পতিবার থেকে কড়া নজরদারি শুরু করল রাজ্যের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার সকালে স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে শহরের নানা বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। বাজারে ঘুরে পিঁয়াজ, আলু, আদা, রসুনের দামের খোঁজ নেন টাস্ক ফোর্সের কর্তারা।বিপুল দামে যাতে পিঁয়াজ বিক্রি করা না হয় তার জন্য সতর্ক করা হয়েছে।

সেঞ্চুরি পিঁয়াজে! বাজারে হানা টাস্ক ফোর্সের

টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বাংলায় পিঁয়াজ ফলন হয় না। মহারাষ্ট্রের নাসিক থেকে আনতে হয়। নাসিকে ব্যবসায়ীরা ধর্মঘট চালাচ্ছে। তাই সংকট তৈরি হয়েছে। এই বছর কেন্দ্রীয় সরকার কো–অপারেটিভের মাধ্যমে কৃষকদের কাছ থেকে পিঁয়াজ কিনে নিয়েছে। তাই পিঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে।

সেঞ্চুরি পিঁয়াজে! বাজারে হানা টাস্ক ফোর্সের

এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে নজরদারি চলছে। তবে পিঁয়াজের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন টাস্ক ফোর্সের অফিসাররা। এই গোটা পরিস্থিতি নিয়ে টাস্ক ফোর্সের এক অফিসার রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘‌কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে অন্যায় আচরণ করছে।

সেঞ্চুরি পিঁয়াজে! বাজারে হানা টাস্ক ফোর্সের

নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের যে কো–অপারেটিভ এবং সিসিসিএ এই দুই সংস্থা পিয়াঁয়াজ বিক্রি করছে ৩০ টাকা দরে। আর কলকাতায় বিক্রি করছে ৫০ টাকা দরে। এই বৈষম্য হওয়া উচিত নয়।’‌ বিষয়টি রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য সরকারের অন্যান্য কর্তাদের জানানো হবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ কোলে।

Most Popular

error: Content is protected !!