Sunday, May 19, 2024
spot_img
HomeUncategorizedএখনও আগুন পুরোপুরি নেভেনি বারুইপুরের প্লাস্টিক কারখানার

এখনও আগুন পুরোপুরি নেভেনি বারুইপুরের প্লাস্টিক কারখানার

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বারুইপুর মল্লিকপুর সুভাষগ্রাম আগ্রায় প্লাস্টিক কারখানায় শনিবার সন্ধ্যায় যে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল, তাতে কারখানাটি ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত ওই কারখানার বিভিন্ন জায়গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দমকল বিভাগে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভানোর ব্যবস্থা করে।

এখনও আগুন পুরোপুরি নেভেনি বারুইপুরের প্লাস্টিক কারখানার

কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, প্রায় ৪৮ ঘণ্টা হতে চলল, এখনও কেন আগুন পুরো নিভল না? শনিবার রাতে আগুন লাগে ওই কারখানায়। দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সোমবারও দেখা যায়, আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল।

এখনও আগুন পুরোপুরি নেভেনি বারুইপুরের প্লাস্টিক কারখানার

কিছু কিছু পকেটে আগুন রয়ে গিয়েছে বলে জানান দমকলকর্মীরা। দমকলের এক আধিকারিক জানান, টিনের ভাঙা ছাউনির নীচে আগুনের উৎসের কাছে পৌঁছনো যাচ্ছে না। এ দিন ভেঙে পড়া টিনের ছাউনি সরাতে জেসিপি মেশিন নিয়ে আসা হয়।
এদিকে এদিনও কারখানার সামনে ভিড় করেন বহু শ্রমিক।

এখনও আগুন পুরোপুরি নেভেনি বারুইপুরের প্লাস্টিক কারখানার

আগামী দিনে কী হবে, তা নিয়ে দুশ্চিন্তা তাদের গলায়। অনেকেই জানান, তাঁরা কারখানায় থাকতেন। আশ্রয় হারিয়ে এখন এলাকার মন্দির, মাদ্রাসায় কোনওরকমে রাত কাটাচ্ছেন।কারখানার ম্যানেজার কাঞ্চন ঘোষ জানান, শ্রমিকদের কী হবে, সেটাই এখন মূল চিন্তার বিষয়।

এখনও আগুন পুরোপুরি নেভেনি বারুইপুরের প্লাস্টিক কারখানার

তবে এই কারখানায় কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, রবিবার এব্যাপারে ফরেনসিক তদন্ত শুরু করবে।

Most Popular

error: Content is protected !!