Sunday, May 19, 2024
spot_img
Homeরাজনীতি‘প্রতিরোধ হলে প্রতিবাদ হবে’, দলের বৈঠকে বার্তা মমতার

‘প্রতিরোধ হলে প্রতিবাদ হবে’, দলের বৈঠকে বার্তা মমতার

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শনিবার কালীঘাটে মেগা বৈঠক করল তৃণমূল।জানা গিয়েছে, ভোটে কী কৌশলে লড়বে তৃণমূল, কীভাবে প্রচার করবে, এদিনের বৈঠকে সেই স্ট্র্যাটেজি তৈরি করেছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, এই বৈঠকে ঠিক হয়েছে, জেলায়-জেলায় জনসংযোগ, প্রচারের দায়িত্বে থাকছেন হেভিওয়েট নেতানেত্রীরা।

‘প্রতিরোধ হলে প্রতিবাদ হবে’, দলের বৈঠকে বার্তা মমতার

এই তালিকায় থাকছেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে রাজ্যস্তরের নেতা-নেত্রীরা। আগামী ১৫-২০ দিন বিভিন্ন ঝটিকা সফর করবেন তাঁরা। প্রচার সারবেন। করবেন জনসংযোগও। কে কোন জেলায় কাজ করবেন, তাও দলের তরফে ঠিক করে দেওয়া হয়েছে।

‘প্রতিরোধ হলে প্রতিবাদ হবে’, দলের বৈঠকে বার্তা মমতার

শনিবার মেগা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়, সাংসদ শতাব্দী রায় এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের তরফে কমপক্ষে ৫০ জন নেতানেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।”

‘প্রতিরোধ হলে প্রতিবাদ হবে’, দলের বৈঠকে বার্তা মমতার

তৃণমূল নেতা জানিয়েছেন, দলের বর্ষীয়ান নেতাদের পাঠানো হবে গ্রাম বাংলায়। তাঁরা ১৫-২০ দিন সেখানে থাকবেন। অঞ্চলভিত্তিক রাজনৈতিক কর্মসূচি চালাবেন তাঁরা। এই তালিকায় থাকছেন রাজ্য মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীরা। থাকবেন সাংসজ-বিধায়করাও। এছাড়াও দলের রাজ্য সাধারণ সম্পাদকরাও প্রচারের দায়িত্বে থাকছেন।

‘প্রতিরোধ হলে প্রতিবাদ হবে’, দলের বৈঠকে বার্তা মমতার

এর পাশাপাশি বৈঠকে মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, এদিন তৃণমূল সুপ্রিমো তাঁর ভাষণে বলেছেন, “২০১১ সালে বলেছিলাম বদলা নয় বদল চাই। আজ ২০২৩ সালে এসে বলছি প্রতিরোধ হলে প্রতিবাদ হবে। সিপিএম ন্যাকা, সব ভুলে গেছে। কোনওদিন ভোট করতে দেয়নি। ২০০৩ সালে একটু ভোট করতে পেরেছিলাম।

‘প্রতিরোধ হলে প্রতিবাদ হবে’, দলের বৈঠকে বার্তা মমতার

তাতে আমাদের ৭০ জন লোক মারা গিয়েছেন। সব ভুলে গিয়েছে সিপিএম?”মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের অংশ থেকে বোঝা যাচ্ছে, সামগ্রিকভাবে বিরোধী দলগুলিকে এক চুল জমিও ছাড়তে নারাজ তৃণমূল।

Most Popular

error: Content is protected !!