Wednesday, May 1, 2024
spot_img
Homeদেশনিয়মানুবর্তিতা শেখাতে ৩৫ পড়ুয়ার চুল কেটে নিলেন শিক্ষক!

নিয়মানুবর্তিতা শেখাতে ৩৫ পড়ুয়ার চুল কেটে নিলেন শিক্ষক!

সংবাদ সংস্থা: নিয়মানুবর্তিতা শেখাতে স্কুলের পড়ুয়াদের অভিনব শাস্তি দিলেন এক শিক্ষক। চুল কেটে নিলেন ৩৫ পড়ুয়ার। এই কান্ড ঘটেছে, অসমের একটি স্কুলে।অভিভাকদের অভিযোগ, দিনের শুরুতে প্রার্থনার সঙ্গীতের আগে চুল কেটে নেওয়া হয় ওই ছাত্রদের।

নিয়মানুবর্তিতা শেখাতে ৩৫ পড়ুয়ার চুল কেটে নিলেন শিক্ষক!

এই ঘটনায় হেনস্তা হয়েছে পড়ুয়া।এ হেন শাস্তির কথা জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছে মাজুলি জেলা প্রশাসন। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়াদের ছোট করে চুল ছাঁটাই নিয়ম। এ নিয়ে বহু বার হুঁশিয়ারি দেওয়া হলেও হেলদোল নেই পড়ুয়া-সহ তাদের অভিভাবকদের।

নিয়মানুবর্তিতা শেখাতে ৩৫ পড়ুয়ার চুল কেটে নিলেন শিক্ষক!

তাই নিয়মানুবর্তিতা বজায় রাখতে এই পদক্ষেপ করা হয়েছে। তবে অভিভাবকদের পাল্টা দাবি, সকলের সামনে এ ভাবে হেনস্থায় চরম অপমানিত তাঁদের ছেলেমেয়েরা আর স্কুলে যেতে চাইছে না।ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্ন ইউনিফর্ম পরা এবং শৃঙ্খলাপরায়ণ হওয়া উচিত। তবে সে জন্য গোটা স্কুলের সামনে তাদের চুল কেটে দিতে হবে, এমন অপমানও করা উচিত নয়।

Most Popular