Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলাবারুইপুর কলেজের প্রাক্তনীদের নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

বারুইপুর কলেজের প্রাক্তনীদের নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

প্রদীপ কুমার সিংহ:- বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পুরোন্দপুরের বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা বারুইপুর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস ,পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, বারুইপুর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বারুইপুর কলেজের প্রাক্তনীদের নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

এই অনুষ্ঠানে প্রদীপ উজ্জলন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মেমেন্টো, উত্তরীয়, ব্যাচ এবং বই দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এই দিন প্রায় ৪০ জন প্রাক্তন ছাত্রছাত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে বারুইপুর মহাকুমা হাসপাতালের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়।

বারুইপুর কলেজের প্রাক্তনীদের নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।একই সঙ্গে বারুইপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শাহজাহান রোডে নিউ বন্ধু সংঘের পরিচালনায় একটি স্বেচ্ছায় রক্তদান রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বারুইপুর কলেজের প্রাক্তনীদের নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্তদান শিবির ২৭ বছরে পদার্পণ করল। এদিন রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।

Most Popular