Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্য৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়: হাই কোর্ট

৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়: হাই কোর্ট

স্টাফ রিপোর্টার: ঝালদা পুরসভার ৬ বিরোধী কাউন্সিলরকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না।জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার।প্রসঙ্গত, ১২ ওয়ার্ডের ঝালদা পুরসভায় চলতি পুরনির্বাচনে ত্রিশঙ্কু হয়ে যায়।

৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়: হাই কোর্ট

৫টি করে আসন জেতে কংগ্রেস এবং তৃণমূল। দুটি আসনে জেতেন নির্দল কাউন্সিলররা।নির্দলদের সমর্থন পেয়ে বোর্ড গড়ে তৃণমূল। কিন্তু তপন কান্দুর ওয়ার্ডে উপ নির্বাচনে ফের জিতে যায় কংগ্রেস। জিতেই তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস কাউন্সিলররা।

৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়: হাই কোর্ট

নির্দলরা ফের সমর্থন তুলে নেয় তৃণমূলের উপর থেকে। উল্টে তাঁরা এবার সমর্থন করে কংগ্রেসকে।অনাস্থায় হেরে যায় তৃণমূল। কাল নতুন এই বোর্ড গঠন হওয়ার কথা। কিন্ত তার আগেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে, এই আশঙ্কা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস এবং নির্দলদের মোট ৬ কাউন্সিলর।

৬ বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়: হাই কোর্ট

সেই মামলাতেই এদিন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, আগামী বুধবার পর্যন্ত এই ৬ কাউন্সিলরের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা যাবে না। রক্ষাকবচ পাওয়ায়, নতুন পুরবোর্ড গঠন হওয়ার আর কোনও বাধা থাকবে না বলে মনে করছে রাজনৈতিক মহল।

Most Popular