Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলাবারুইপুরের সীতাকুণ্ডে কল থেকে দুর্গন্ধযুক্ত লাল জল

বারুইপুরের সীতাকুণ্ডে কল থেকে দুর্গন্ধযুক্ত লাল জল

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার এলাকার সীতাকুণ্ড ঢালিপাড়া অঞ্চলে পঞ্চায়েত থেকে একটি হাজার ফুটের কল বসানো হয়েছিল কিছুদিন আগে। সেখান থেকে আজ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা পানীয় জল খেতে পারেননি। প্রথম থেকেই ওই কলে দুর্গন্ধযুক্ত লাল জল বেরোচ্ছিল।

বারুইপুরের সীতাকুণ্ডে কল থেকে দুর্গন্ধযুক্ত লাল জল

ফলে এলাকায় পানীয় জলের সমস্যা হয়। দূর থেকে জল নিয়ে এসে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে মানুষকে। স্থানীয় বাসিন্দারের সঙ্গে কথা বলে জানা যায়, এই হাজার ফুট কলটি প্রায় ৭-৮ মাস আগে পঞ্চায়েত থেকে বসানো হয়েছিল। প্রথম থেকেই এই কল থেকে দুর্গন্ধযুক্ত লাল জল বেরোচ্ছিল।

বারুইপুরের সীতাকুণ্ডে কল থেকে দুর্গন্ধযুক্ত লাল জল

এলাকার সদস্য ও পঞ্চায়েত প্রধানকে খবর দিলে কর্মীরা একবার এসে কলটি ধুয়ে দিয়ে গেলেও ভালো জল বের হয়নি। এতে স্থানীয় বাসিন্দারা খুবই সমস্যায় পড়েছেন। দূর থেকে জল এনে খেতে হচ্ছে।

Most Popular