Tuesday, April 30, 2024
spot_img
HomeUncategorized‘যেখানে বলব, সেখানেই মারতে হবে’, বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা বিজেপি

‘যেখানে বলব, সেখানেই মারতে হবে’, বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা বিজেপি

স্টাফ রিপোর্টার: বিরোধীদের হুঁশিয়ারি ভাঙ্গড়ের তৃণমূল নেতার।শনিবার ভাঙড়ের ভোগালি গ্রামে একটি বৈঠক ছিল তৃণমূলের। সেই বৈঠকে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সর হোসেন।সেখানেই মোদাস্সরকে বলতে শোনা যায়, “আইএসএফ, সিপিএম, বিজেপি, কংগ্রেস ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে পরিকল্পিতভাবে হারাবার চক্রান্ত করছে। সর্বদিকে নজর রাখতে হবে। সবদিকে নজর না রাখলে আগামিদিনে পঞ্চায়েতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে।

‘যেখানে বলব, সেখানেই মারতে হবে’, বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা বিজেপি

যেভাবে নির্দেশ দিচ্ছি, সেভাবেই তৈরি হতে হবে। বুথ ধরে ধরে এগোতে হবে। বাদবাকি আমরা বুঝে নেব।”এরপরই মোদাস্সরকে বলতে শোনা যায়, “তোমাদের পিছনে মারতে বললে তোমরা মাথায় মেরে দিচ্ছ। এই স্বভাবটা খুব খারাপ। তোমাদের বলি পিছে মারবে, তোমরা গিয়ে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছ।

‘যেখানে বলব, সেখানেই মারতে হবে’, বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা বিজেপি

চিন্তাভাবনা করে মারতে হবে। যেভাবে বলব সেভাবে করতে হবে। পিছনে মারলে দাগ হয় না, মাথায় মারলে মাথা ফেটে যায়।”এ বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “সবথেকে দুর্ভাগ্যের বিষয় হল পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে এ ধরনের মানুষকে নিয়ে আজ এই গণতান্ত্রিক পরিসরে আলোচনা হচ্ছে।

‘যেখানে বলব, সেখানেই মারতে হবে’, বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল নেতার, পাল্টা বিজেপি

এ ভাষা রাজনীতির ভাষা নয়। এরাও রাজনীতির কারিগর লোক নয়। এরা সম্পূর্ণ দখলদারি, এলাকা দখল, প্রান্তিক মানুষের সম্পত্তি লুঠ, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য যে সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকতে হয়, তার মধ্য়েই আছে। তৃণমূল এদের দিয়েই রাজনীতি করাচ্ছে।”

Most Popular