Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যনবম-দশম দুর্নীতি মামলায় সিবিআই-এর চার্জশিটে শান্তিপ্রসাদ-সুবীরেশরা থাকলেও নেই পার্থ

নবম-দশম দুর্নীতি মামলায় সিবিআই-এর চার্জশিটে শান্তিপ্রসাদ-সুবীরেশরা থাকলেও নেই পার্থ

স্টাফ রিপোর্টার: নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নবম-দশম মামলায় চার্জশিটে নাম রয়েছে ১২ জনের। সেই তালিকায় রয়েছেন শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি এসএসসির প্রাক্তন প্রোগ্রামিং অফিসার পর্ণা বসুরও।

নবম-দশম দুর্নীতি মামলায় সিবিআই-এর চার্জশিটে শান্তিপ্রসাদ-সুবীরেশরা থাকলেও নেই পার্থ

এসএসসি উপদেষ্টা কমিটিরও সদস্য ছিলেন তিনি। এছাড়া প্রসন্ন রায়, প্রদীপ সিং, ইমাম মোমিনদের নামও রয়েছে চার্জশিটে।চার্জশিটে যে ১২ জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে প্রথম ছয় জন এসএসসির সঙ্গে যুক্ত ছিলেন। বাকি ছয় জনকে এসএসসি চার্জশিটে প্রাইভেট পার্সন বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যাঁরা সরাসরি এসএসসির সঙ্গে জড়িত নন।

নবম-দশম দুর্নীতি মামলায় সিবিআই-এর চার্জশিটে শান্তিপ্রসাদ-সুবীরেশরা থাকলেও নেই পার্থ

তবে এই মামলায় নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও এটি নবম দশম মামলায় প্রথম চার্জশিট। এর পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হতে পারে। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করেছে গ্রুপ সি মামলায়।

নবম-দশম দুর্নীতি মামলায় সিবিআই-এর চার্জশিটে শান্তিপ্রসাদ-সুবীরেশরা থাকলেও নেই পার্থ

সেই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা করা হয়েছে এবং সেখানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে চার্জশিট জমা করা হয়েছে, সেখানেও নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তবে নবম-দশম মামলায় সিবিআই এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেনি।

Most Popular