Monday, May 20, 2024
spot_img
Homeরাজ্যদিল্লিতে ৭ দিনের ইডি হেফাজতে অনুব্রত দেহরক্ষী সায়গল

দিল্লিতে ৭ দিনের ইডি হেফাজতে অনুব্রত দেহরক্ষী সায়গল

স্টাফ রিপোর্টার: শেষ পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে৷২৮ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গীকে। শনিবার এমনই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার বিষয়টি নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর।

দিল্লিতে ৭ দিনের ইডি হেফাজতে অনুব্রত দেহরক্ষী সায়গল

প্রথমদিকে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে রক্ষাকবচ চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট অবশ্য শেষপর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয়নি। দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে অনুমতি দেয় শীর্ষ আদালত। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়। সেইমতো শনিবার সকালেই সায়গলকে ট্রেনে দিল্লি নিয়ে যান ইডির আধিকারিকরা৷

দিল্লিতে ৭ দিনের ইডি হেফাজতে অনুব্রত দেহরক্ষী সায়গল

সেখানে তাঁকে আদালতে পেশ করা হয়৷১৪ দিনের হেফাজতে চায় ইডি। কিন্তু বিচারক ৭ দিনের হেফাজতের অনুমোদন দেন।চার্জশিটে সায়গলের বিরুদ্ধে ইডির অভিযোগ ছিল, বীরভূম করিডর দিয়ে যে গরু পাচার হত, তার জন্য অনুব্রতর হয়ে টাকা নিতেন সায়গল। তাই তাঁকে জেরা করলে একাধিক সূত্র সামনে আসতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

দিল্লিতে ৭ দিনের ইডি হেফাজতে অনুব্রত দেহরক্ষী সায়গল

এছাড়াও ইডি’র নজরে রয়েছে সায়গলের বিপুল সম্পত্তি। বাড়ি, জমি মিলিয়ে সায়গলের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। একজন কনস্টেবল পদে চাকরি করে কী ভাবে এত সম্পত্তির মালিক হলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে।এবার টানা সাতদিন সায়গলকে জেরা করতে চায় ইডি। দিল্লিতেই চলবে জিজ্ঞাসাবাদপর্ব।

Most Popular

error: Content is protected !!