Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলাকথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

বান্টি মুখার্জি, ক্যানিং: যাতায়াতের সুবিধার জন্য একটি ব্রিজ তৈরি করে দেবেন। গ্রামবাসীদের এমনটাই কথা দিয়েছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেচ দপ্তরের সঙ্গে কথা বলে ৮ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ তৈরি করে কথা রাখলেন তিনি।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

ক্যানিং স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই রয়েছে ডাবু পর্যটন কেন্দ্র। ডাবু পর্যটন কেন্দ্র সংলগ্ন মাতলা নদীর সঙ্গে সংযুক্ত একটি বড় খাল রয়েছে। সাধারণ মানুষ এবং পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য প্রতি এক কিলোমিটার অন্তর রয়েছে কংক্রিটের ব্রিজ।আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে ব্রিজগুলো তৈরি করেছিলো সেচ দপ্তর।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজগুলির অবস্থা অত্যন্ত বিপজ্জনক। কোনও যানবাহন চলাচল না করলেও সাধারণ মানুষ যাতায়াত করেন। ডাবু পর্যটন কেন্দ্র সংলগ্ন ছোটদুমকি গ্রামে খালের উপর একটি ব্রিজ রয়েছে। ওই ব্রিজ দিয়ে প্রতিদিনই এলাকার স্কুল,সকলেজের ছাত্রছাত্রী সহ হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করেন।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

এমনকী স্থানীয় নিকারিঘাটা পঞ্চায়েতের জয়রামখালি, বেলেখালি, ডাবু, ছোটদুমকি, উত্তর রেদোখালি, সাতমুখী এলাকার লোকজনও যাতায়াত করেন। মাসদুয়েক আগে সেই কংক্রিটের ব্রিজটি আচমকা রাতের অন্ধকারে হুড়মুড় করে ভেঙে পড়ে। যদিও গভীর রাতে ভেঙে পড়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

তবে যাতায়াতের একমাত্র ব্রিজ ভেঙে পড়ায় সমস্যায় পড়েছিলেন সাধারণ পর্যটক থেকে এলাকার মানুষ। ঘুরপথে প্রায় পাঁচ-সাত কিলোমিটার অতিরিক্ত পথ বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সমস্যায় পড়তে হচ্ছিল।এলাকার বাসিন্দারা দাবি তুলেছিলেন যাতায়াতের সুবিধার জন্য ভেঙেপড়া সেতুর কাছে একটি ব্রিজ তৈরির।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে একটি অস্থায়ী কাঠের সেতু তৈরি করার কথা বলেছিলেন। কবে হবে? আদৌ ব্রিজ তৈরি হবে কি না, এবিষয়ে সন্দিহান ছিলেন এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, নেতা-মন্ত্রীরা কাজের কথা বলেন ঠিকই।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

কাজ হয় আরও দশ বছর পর। ততদিন মানুষ দুর্ভোগে ভোগে। কিন্তু এলাকার বিধায়ক পরেশরাম দাস কথার দাম রেখেছেন। যেমন কথা, তেমন কাজ। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে মাত্র কয়েক মাসের ব্যবধানে সাধারণ মানুষের যাতায়াতের জন্য অস্থায়ী একটি কাঠের ব্রিজ তৈরি করে দিয়েছেন।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

যাতায়াত সুবিধা হওয়ায় সাধারণ মানুষ খুশি।বিধায়ক পরেশরাম দাস বলেন, জনগণ তাঁদের সুবিধার জন্য ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। সেই কারণেই জনগণের দাবিদাওয়া আমার কাছে অগ্রধিকার পায়।

কথা রাখলেন বিধায়ক, তৈরি হল নতুন ব্রিজ

পাশাপাশি সাধারণ মানুষ যাতে ভালো থাকেন, সেই লক্ষ্যে নিজেকে নিয়োজিত করেছি। আমার তো বাবা-মা নেই। জনগণই আমার পরমাত্মীয়।

Most Popular