Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলাসম্পর্ক অনুষ্ঠানে দুঃস্থ বাচ্চাদের নতুন পোশাক বিতরণ বারুইপুরে

সম্পর্ক অনুষ্ঠানে দুঃস্থ বাচ্চাদের নতুন পোশাক বিতরণ বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধের প্রকল্প ‘সম্পর্ক’। এই প্রকল্পের মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা হয়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহিলা থানার উদ্যোগে মল্লিকপুর পুলিশ ক্যাম্পের কাছে এই ‘সম্পর্ক’ অনুষ্ঠান হয়।

সম্পর্ক অনুষ্ঠানে দুঃস্থ বাচ্চাদের নতুন পোশাক বিতরণ বারুইপুরে

এখানে বারুইপুর মহিলা থানার আধিকারিক কাকলি ঘোষ প্রায় ১৫০ দুঃস্থ গরিব বাচ্চা ও পথশিশুর হাতে নতুন পোশাক তুলে দিলেন। সহযোগিতায় ছিল একটি স্চ্ছোসেবী সংস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মল্লিকপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক সুকুমার রুইদাস সহ অন্যান্য আধিকারিকরা।

সম্পর্ক অনুষ্ঠানে দুঃস্থ বাচ্চাদের নতুন পোশাক বিতরণ বারুইপুরে

সাধারণত এই মল্লিকপুর অঞ্চলে বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকা। কিন্তু এখানকার বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসবে শামিল হয় সব ধর্মের মানুষ।এছাড়াও এদিন মহিলা থানার আধিকারিক মালঞ্চতে একটি বৃদ্ধাশ্রমে আবাসিকদের নতুন কাপড়, গামছা, চাদর তুলে দেন।

সম্পর্ক অনুষ্ঠানে দুঃস্থ বাচ্চাদের নতুন পোশাক বিতরণ বারুইপুরে

এখানে প্রায় ৪০ জন মহিলা ও ১০ জন পুরুষ ছিলেন। তিনি আশ্বাস দেন, মহাষ্টমীর দিন এই আবাসিকদের নিয়ে তিনি পুজো পরিক্রমায় বেরোবেন।

Most Popular