Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যবহাল প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্ত, মানিককে দিতেই হবে সম্পত্তির হিসাব

বহাল প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্ত, মানিককে দিতেই হবে সম্পত্তির হিসাব

স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্ণীতি মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের।নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

বহাল প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্ত, মানিককে দিতেই হবে সম্পত্তির হিসাব

অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।শুক্রবার হাই কোর্টের রায় অনুযায়ী, পর্ষদের নথি ফরেনসিক পরীক্ষার নির্দেশ বহাল থাকবে। সিঙ্গল বেঞ্চ মামলা পর্যবেক্ষণ করবে। কোর্টের নজরদারিতে তদন্ত হবে। নির্দিষ্ট সময় পরপর রিপোর্ট চাইতে পারবে সিঙ্গেল বেঞ্চ। কিছু বিরূপ মন্তব্য নির্দেশনামা থেকে মুছে ফেলা হল। ২৬৯ বরখাস্ত প্রার্থী দ্রুত শুনানির আর্জি জানাতে পারবেন না।

বহাল প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্ত, মানিককে দিতেই হবে সম্পত্তির হিসাব

এমনকি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রেখে ডিভিশন বেঞ্চ।টেট মামলায় অভিযুক্ত মানিককে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বহাল প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্ত, মানিককে দিতেই হবে সম্পত্তির হিসাব

সম্পত্তি নিয়ে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন মানিক।বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ চেয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মানিক। কিন্তু শুক্রবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও তাঁর বিরুদ্ধেই গেল।

বহাল প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্ত, মানিককে দিতেই হবে সম্পত্তির হিসাব

কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে তাঁর এবং তাঁর পরিবারের সম্পত্তির হিসেব দিতেই হবে আদালতে।

Most Popular