Sunday, May 19, 2024
spot_img
Homeদেশ‘তাজমহলের জন্যই দাম বেড়েছে পেট্রলের’, দাবি ওয়েইসির

‘তাজমহলের জন্যই দাম বেড়েছে পেট্রলের’, দাবি ওয়েইসির

সংবাদ সংস্থা : সম্রাট শাহজাহান যদি তাজমহল না বানাতেন, তা হলে দেশে লিটার প্রতি পেট্রলের দাম হত ৪০ টাকা!এমনই দাবি করলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। ওয়েইসি বলেছেন, ‘‘দেশের তরুণরা বেকার। মুদ্রাস্ফীতি বাড়ছে। ডিজেল লিটার প্রতি ১০২ টাকা।

‘তাজমহলের জন্যই দাম বেড়েছে পেট্রলের’, দাবি ওয়েইসির

আসলে অওরঙ্গজেবই এ সবের জন্য দায়ী, প্রধানমন্ত্রী নন। বেকারত্বের জন্য দায়ী সম্রাট আকবর। লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ টাকায়। তাজমহল যিনি বানিয়েছেন, তিনি দায়ী।’’মিম প্রধান বলেন, ‘‘যদি উনি তাজমহল না বানাতেন, তা হলে আজ লিটার প্রতি ৪০ টাকায় পেট্রল বিক্রি হত।

‘তাজমহলের জন্যই দাম বেড়েছে পেট্রলের’, দাবি ওয়েইসির

মিস্টার প্রধানমন্ত্রী, আমি মানছি, উনি (শাহজাহান) তাজমহল বানিয়ে ভুল করেছেন। লাল কেল্লা বানিয়ে ভুল করেছেন। ওঁর উচিত ছিল অর্থ সঞ্চয় করে ২০১৪ সালে মোদীর হাতে তুলে দেওয়া। সব ইস্যুতে ওরা (বিজেপি) মুসলিমদের দায়ী করে, মুঘলদের দায়ী করে।’’

Most Popular

error: Content is protected !!