Monday, May 20, 2024
spot_img
HomeUncategorizedবাজিমাত রুট, বেয়ারস্টোদের, সিরিজ জেতা হল না ভারতের

বাজিমাত রুট, বেয়ারস্টোদের, সিরিজ জেতা হল না ভারতের

সংবাদ সংস্থা : হার বাঁচাতে পারল না যশপ্রীত বুমরারা। এজবাস্টন টেস্টে ইংল্যান্ড জিতল ৭ উইকেটে। চতুর্থ দিনে যেখানে শেষ করেছিলেন, পঞ্চম দিন সকালে সেখান থেকেই শুরু করেন দুই অপরাজিত ব্যাটার জো রুট এবং জনি বেয়ারস্টো। এক দিনের মেজাজে ব্যাট করে মধ্যহ্নভোজের বিরতির আগেই প্রয়োজনীয় ১১৯ রান তুলে নিলেন তাঁরা।

বাজিমাত রুট, বেয়ারস্টোদের, সিরিজ জেতা হল না ভারতের

৩ উইকেট হারিয়েই ৩৭৮ রান তুলল ইংল্যান্ড।অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়েই সিরিজ জেতা হল না ভারতের। ম্যাচের শেষ সকালেও ভারত তেমন আগ্রাসী বোলিংয়ের পথে হাঁটল না। বুমরা ফিল্ডিংও সাজান কিছুটা সাবধানী হয়ে। ইংল্যান্ডের ব্যাটারদের আউট করার থেকেও রান তোলার গতি কমানোই যেন লক্ষ্য ছিল ভারতীয় দলের।

বাজিমাত রুট, বেয়ারস্টোদের, সিরিজ জেতা হল না ভারতের

ফলে শেষ দিনে একটা উইকেটও তুলতে পারল না ভারতীয় দল। বরং সাহসী ব্যাটিং করলেন রুটরা। অনেকটা নেটে ব্যাটিংয়ের মেজাজেই ম্যাচ শেষ করে দিলেন তাঁরা।এই ম্যাচই এখনও পর্যন্ত সবথেকে বেশি রান তাড়া করে জিতল ইংল্যান্ড। রুট অপরাজিত থাকলেন ১৪২ রান করে।

বাজিমাত রুট, বেয়ারস্টোদের, সিরিজ জেতা হল না ভারতের

১১৪ রানে অপরাজিত থাকলেন বেয়ারস্টো। ১০৯ রানে ৩ উইকেট পড়ার পর ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন রুট এবং বেয়ারস্টো।শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন দুই ইংরেজ ব্যাটার।

Most Popular

error: Content is protected !!