Tuesday, April 30, 2024
spot_img
Homeদেশপশু সুরক্ষায় নয়া আইন যোগী রাজ্যে

পশু সুরক্ষায় নয়া আইন যোগী রাজ্যে

সংবাদ সংস্থা : গবাদি পশু সুরক্ষায় নতুন আইন আনল উত্তরপ্রদেশ। গোমাতাকে পরিত্যাগকরলেই দায়ের হবে এফআইআর।উত্তরপ্রদেশ বিধানসভায় এই নয়া আইনের কথা ঘোষণা করেন পশুপালন মন্ত্রী ধরমপাল সিং।

পশু সুরক্ষায় নয়া আইন যোগী রাজ্যে

তিনি জানান, গরু পরিত্যাগ করলেই পশুর বিরুদ্ধে নিষ্ঠুরতা আইনে মামলা দায়ের করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।এইসঙ্গে মন্ত্রী জানান, সরকার গুরুত্ব সহকারে গোশালা তৈরির কথা ভাবছে। এছাড়াও গবাদি পশুর সুরক্ষায় একটি অভয়ারণ্যের ভাবনা রয়েছে বলেও জানান ধরমপাল।

পশু সুরক্ষায় নয়া আইন যোগী রাজ্যে

মন্ত্রী আরও বলেন, “গরুর দুধ, দই, ঘি, গোবর উত্তম বস্তু। গোবরে মা লক্ষ্মী থাকেন। গোমূত্রে মা গঙ্গার নিবাস। অন্য বন্যপ্রাণী আর পরিত্যক্ত গরুর মধ্যে তফাৎ রয়েছে। গরুর সুরক্ষার বিষয়ে সরকার অবগত।”

Most Popular