Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজনীতিঅভিষেককে কটাক্ষ বাম, বিজেপির

অভিষেককে কটাক্ষ বাম, বিজেপির

স্টাফ রিপোর্টার : বিজেপি থেকে তৃণমূলে যোগদানের জন্য দাঁড়িয়ে আছেন বহু নেতা-মন্ত্রী। তিনি দরজা বন্ধ করে রেখেছেন বলে এখনো বিজেপি দলটা টিকে আছে। সোমবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে একযোগে কটাক্ষ করল বাম ও বিজেপি।

অভিষেককে কটাক্ষ বাম, বিজেপির

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘এক সময় জোট রাজনীতি চলত। এখন দলবদলের রাজনীতি চলছে। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলটাকে ধরে রাখুক। বিজেপি – তৃণমূল ব্যাপার নয়। রাজনৈতিক বহমানতা চলতে থাকবে।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,

অভিষেককে কটাক্ষ বাম, বিজেপির

বিশ্বের সব থেকে বড় দল থেকে সব থেকে ছোট দলে লোকে আসতে চাইছে কেন, সেটা সব থেকে ভালো জানেন অভিষেকবাবু নিজেই। তৃণমূলে যোগদান করলেই বেআইনি পথে অর্থ উপার্জনের সব রাস্তা খুলে যাবে। এত লুঠ। এটা তৃণমূলের কাছে লজ্জার। বাংলার কাছে লজ্জার’।

Most Popular