Tuesday, April 30, 2024
spot_img
Homeজেলানরেন্দ্রপুরে স্কুলে স্কুলে সাইবার সচেতনতা বাড়াতে প্রচারে নামল বারুইপুর জেলা পুলিশ

নরেন্দ্রপুরে স্কুলে স্কুলে সাইবার সচেতনতা বাড়াতে প্রচারে নামল বারুইপুর জেলা পুলিশ

বিশ্ব সমাচার, নরেন্দ্রপুর: শনিবার সকালে নরেন্দ্রপুরের বেসরকারি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলে সাইবার সচেতনতার পাঠ দিল বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিম। স্কুলের সেমিনার হলে প্রায় ৩০০ জন পড়ুয়াকে নিয়ে স্কুলের প্রিন্সিপাল এবং সহযোগী শিক্ষিকাদের উপস্থিতিতে এই বিশেষ সেশন আয়োজিত হয়েছিল।

নরেন্দ্রপুরে স্কুলে স্কুলে সাইবার সচেতনতা বাড়াতে প্রচারে নামল বারুইপুর জেলা পুলিশ

সাইবার স্পেস ব্যবহার করে অসাধু মানুষজন কীভাবে তরুণ, তরুণী, শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে ক্ষতি করে, কীভাবে সতর্কতা নেওয়া উচিত, এসব বিষয়ে ক্লাস চলে। উৎসাহী ছাত্রছাত্রীদের জিজ্ঞাসাও ছিল প্রচুর। সব প্রশ্নের উপযুক্ত উত্তর পেয়ে স্বভাবতই খুশি পড়ুয়া সহ অন্যরা।

নরেন্দ্রপুরে স্কুলে স্কুলে সাইবার সচেতনতা বাড়াতে প্রচারে নামল বারুইপুর জেলা পুলিশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান, সাইবার থানার ওসি, ডিএসপি রহিত মোল্লা, সাইবার ক্রাইমের জিৎ মণ্ডল প্রমুখ। বারুইপুর পুলিশ জেলার এই প্রচেষ্টা আগামী দিনেও চলবে। পুলিশ মনে করছে, স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম সম্বন্ধে এখন থেকে বোঝালে এই ধরনের অপরাধ অনেকটাই কম হবে।

Most Popular