Tuesday, April 30, 2024
spot_img
Homeরাজ্যজুন মাসে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ, আশঙ্কা কানপুর আইআইটি গবেষকদের

জুন মাসে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ, আশঙ্কা কানপুর আইআইটি গবেষকদের

সংবাদ সংস্থা : জুন মাসে ভারতে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ । এমনই আশঙ্কা করছেন কানপুর আইআইটি-র একদল গবেষক। তাঁদের মতে, এবার নতুন ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করতে পারে। আর সেই প্রভাব অন্তত চার মাস থাকতে পারে। কানপুর আইআইটি-র অঙ্ক বিভাগের সবরা প্রসাদ রাজেশভাই, শুভ্রা শংকর ধর, সালাভ নামের তিন জন একটি প্রি-প্রিন্ট জার্নালে এ কথা জানিয়েছেন।

জুন মাসে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ, আশঙ্কা কানপুর আইআইটি গবেষকদের

জার্নালটি এখনও প্রি-রিভিউ স্তরে রয়েছে। সেই জার্নালে জানানো হয়েছে, জুন মাসের ২২ তারিখ থেকে করোনার চতুর্থ ঢেউয়ের প্রভাব সাধারণ মানুষ টের পেতে পারেন। আর তা অক্টোবরের ২৪ তারিখ পর্যন্ত চলতে পারে।

Most Popular