Tuesday, April 30, 2024
spot_img
Homeদেশত্রিপুরায় আন্দোলনে নামছে যুব তৃণমূলের নেতারা

ত্রিপুরায় আন্দোলনে নামছে যুব তৃণমূলের নেতারা

সংবাদ সংস্থা : ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে জোরকদমে প্রচার শুরু দিচ্ছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। আগামী ২ মার্চ থেকে রাস্তায় নামতে চলেছে ত্রিপুরার যুব তৃণমূল নেতারা।সম্প্রতি ত্রিপুরায় যুব তৃণমূলের সম্মেলন অনুষ্ঠিত হয়

ত্রিপুরায় আন্দোলনে নামছে যুব তৃণমূলের নেতারা

সেই সম্মেলনে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিক ছাড়াও জেলা তৃণমূলের বিভিন্ন নেতা হাজির ছিলেন। সেই সভায় দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২ মার্চ থেকে ত্রিপুরার ৭টি প্রশাসনিক জেলায় যুব সম্মেলন করা হবে। মোট ১১ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরার যুব তৃণমূল আন্দোলনে নামছে। এর মধ্যে শূন্যপদে নিয়োগের মতো দাবি থাকছে।

ত্রিপুরায় আন্দোলনে নামছে যুব তৃণমূলের নেতারা

পাশাপাশি ১০৩২৩ জন শিক্ষকের বিকল্প পুনর্বাসনের মতো বিষয়টিও থাকছে। বিধানসভা ভোটের আগে দলের সব স্তরের সংগঠনকে চাঙ্গা করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যেই এবার রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে আন্দোলন চালানোর পরিকল্পনা করল ঘাসফুল শিবির।

Most Popular