Monday, May 20, 2024
spot_img
Homeজেলামুখে গোঁজা তুলি দিয়ে ২০ সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে পুরস্কৃত...

মুখে গোঁজা তুলি দিয়ে ২০ সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে পুরস্কৃত পাথরপ্রতিমার শিল্পী

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: মুখে গোঁজা তুলি দিয়ে মাত্র ২০ সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে জাতীয় স্তরে রেকর্ড গড়লেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের বছর পঁয়ত্রিশের সমরেশ মাইতি। যার স্বীকৃতি মিলেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস ২০২২-এর ৮ জানুয়ারিতে। জাতীয় স্তরে এরূপ ঘটনা খুবই বিরল। তার এই অনন্য প্রতিভার স্বীকৃতি হিসাবে তাঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এর পক্ষ থেকে একটি মেডেল, একটি সার্টিফিকেট এবং একটি বই পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।

মুখে গোঁজা তুলি দিয়ে ২০ সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে পুরস্কৃত পাথরপ্রতিমার শিল্পী

এই পুরস্কার পেয়ে খুশি সমরেশবাবু এবং তাঁর পরিবার। তিনি মুখ উজ্জ্বল করেছেন রামগঙ্গার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের।সমরেশবাবু হাত, পা, চোখ, চুল এবং কনুই দিয়েও বিভিন্ন ছবি খুব সুন্দর ভাবে আঁকতে পারেন। দেশ-বিদেশে তাঁর নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এই অসাধারণ প্রতিভার অধিকারী সমরেশবাবু অল্প বয়সে বাবাকে হারিয়েছেন। খুব কষ্ট করে লেখাপড়া করেছেন।

মুখে গোঁজা তুলি দিয়ে ২০ সেকেন্ডে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে পুরস্কৃত পাথরপ্রতিমার শিল্পী

সরকারি কোনও চাকরি জোগাড় করতে পারেননি। তাই বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছবি আঁকা শিখিয়ে যেটুকু রোজগার করেন, তা দিয়ে চারজনের সংসার চালাতে হয় তাঁকে।

Most Popular

error: Content is protected !!