বিশ্ব সমাচার, বারুইপুর: যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর সমর্থনে শুক্রবার বিকালে বারুইপুরের রাজপথে এক বর্ণাঢ্য মিছিল বেরোয়। সেই মিছিলে অংশগ্রহণ করেন মেদেনীপুরের বিদায়ী সংসদ সদস্য তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি আরম্ভ হয় বিজেপির যাদবপুর সংগঠনিক কার্যালয় বারুইপুরের অফিসের সামনে থেকে। যায় বারুইপুর পদ্মপুকুর পর্যন্ত। অনির্বাণ গাঙ্গুলী ও দিলীপ ঘোষ হুডখোলা জিপে করে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। প্রায় চার কিলোমিটার রাস্তা কমলা ও সাদা রংয়ের বেলুনে সজ্জিত করে প্রায় ১২ জন ঢাকির বাদ্যযন্ত্রের সঙ্গে ডিজে বাজিয়ে বিজেপি কর্মীরা নাচতে নাচতে পদযাত্রায় শামিল হন।
পদ্মপুকুর বারুইপুর বারাসত বাসস্ট্যান্ডে এই শোভাযাত্রা শেষে একটি জনসভা হয়। তবে দিলীপ ঘোষ সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে চাননি। দিলীপ ঘোষ বারুইপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরীর কাছ থেকে চলে যান।
এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা যায় মোদির প্রায় ৩০ ফুট ফেক্স। শোভাযাত্রা শেষে পদ্মপুকুরে একটি জনসভা করা হয় বিজেপির পক্ষ থেকে।