প্রদীপ কুমার সিংহ, বারুইপুর: যাদবপুর লোকসভার নির্বাচন যত কাছে এগিয়ে আসছে, তত রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সংঘর্ষ হচ্ছে। রাজনৈতিক দলের প্রার্থীদের নাম দেওয়ালে লেখা থাকলে অন্য দল কালি দিচ্ছে। আবার কখনও কোনও রাজনৈতিক দলের প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে।
এমনই ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে। এই ঘটনায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর লালগেট এলাকায়।বৃহস্পতিবার রাতে বিজেপির পথসভার পর তৃণমূলের ফেস্টুন ও পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপির বুথ সভাপতি সহ কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
তিনজন বিজেপি কর্মী আক্রান্ত হন। বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধ পতাকা ছেঁড়ার মিথ্যা অভিযোগ তুলে মারধর করা হয়েছে। ওই অঞ্চলের সভাপতি সুশান্ত মণ্ডল ও তৃণমূল কর্মী পিন্টু দাস এই ঘটনায় জড়িত।একজনের চোখের কাছে আঘাত লেগেছে। আহতদের নাম বুথ সভাপতি তন্ময় মাখাল, অশোক মণ্ডল ও সুরজ ঘোড়ুই।
শুক্রবার বারুইপুর থানায় অভিযোগ জমা পড়েছে। তৃণমূলের বক্তব্য, মারধরের ঘটনা পুরোটাই সাজানো। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।