মাঝ আকাশে বিকল হয়ে পড়া হেলিকপ্টার থেকে রক্ষা পেলেন পুণ্যার্থীরা।জানা গিয়েছে, কপ্টারে থাকা সব যাত্রীই আপাতত নিরাপদে রয়েছেন। সুত্রের খবর, শুক্রবার সকাল সাতটা নাগাদ যাত্রা শুরু করেছিল কেদারনাথের হেলিকপ্টারটি। ছজন পুণ্যার্থীকে নিয়ে রওনা দেয় কপ্টার।
কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করেন কপ্টারের পাইলট। কেদারনাথের হেলিপ্যাড থেকে বেশ খানিকটা দূরে কপ্টারটি নামানো হয়। যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর।রুদ্রপ্রয়াগের জেলাশাসক সৌরভ গাহারওয়ার বলেন, কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে কপ্টারটি অবতরণ করিয়েছেন পাইলট।
তার জেরেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কপ্টার থেকে নেমে কেদারনাথ দর্শন করে এসেছেন পুণ্যার্থী। সকলেই সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। তবে কপ্টারে কেন আচমকা ত্রুটি দেখা দিল, সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত।