Friday, September 20, 2024
spot_img
spot_img
Homeরাজনীতি৪০০ আসন পেলেই বারাণসীতে জ্ঞানবাপী এবং মথুরায় মন্দির বানাবো ঃ হিমন্ত

৪০০ আসন পেলেই বারাণসীতে জ্ঞানবাপী এবং মথুরায় মন্দির বানাবো ঃ হিমন্ত

‘লোকসভা নির্বাচনে আমাদের ৪০০ আসন দিন। আমরা বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করব’, ঝাড়খণ্ডের এক সভায় এমনটাই বললেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।বোকারোয় বিজেপির সভা থেকে হিমন্ত বললেন, “মোদিজিকে ৪০০ আসন দিন আমরা কৃষ্ণজন্মভূমিতে মন্দির বানাবো।

৪০০ আসন পেলেই বারাণসীতে জ্ঞানবাপী এবং মথুরায় মন্দির বানাবো ঃ হিমন্ত

জ্ঞানবাপী মসজিদের জায়গাতেও তৈরি হবে জ্ঞানবাপীর মন্দির।” হিমন্তর সাফ কথা, “আমাদের কাজ এখনও বাকি। আজও কৃষ্ণ জন্মভূমিতে শাহী ইদগা রয়ে গিয়েছে। মোগল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে সেটা তৈরি করেন। বারাণসীতেও মসজিদ তৈরি হয়েছিল। আমরা আবার ওখানে মন্দির বানাবো।

৪০০ আসন পেলেই বারাণসীতে জ্ঞানবাপী এবং মথুরায় মন্দির বানাবো ঃ হিমন্ত

” অসমের মুখ্যমন্ত্রী এর আগে একাধিক সভায় বলেছেন, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি সরকার গঠিত হলে ভারতে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর। শুধু তাই নয়, মথুরায় বিতর্কিত কৃষ্ণ জন্মভূমি ও জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে হবে বিশ্বনাথের মন্দির।

৪০০ আসন পেলেই বারাণসীতে জ্ঞানবাপী এবং মথুরায় মন্দির বানাবো ঃ হিমন্ত

এ সবই সম্ভব হবে বিজেপিকে ৪০০ আসনে জেতালে। বোকারোতেও এই একই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন বিজেপির তারকা প্রচারক। সম্প্রতি দিল্লির এক সভা থেকে তিনি বলেন, “যখন আমরা ৩০০ আসন পেয়েছি তখন অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছি।

৪০০ আসন পেলেই বারাণসীতে জ্ঞানবাপী এবং মথুরায় মন্দির বানাবো ঃ হিমন্ত

এবার ৪০০ আসন পেলে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে তৈরি হবে মন্দির। এবং জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে গড়ে উঠবে বাবা বিশ্বনাথের মন্দির। আপনারা আমাদের আসন দিন, আমরা মোঘলদের কুকীর্তি সব সাফ করে দেব।”

Html code here! Replace this with any non empty raw html code and that's it.

Most Popular

error: Content is protected !!