মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন শুভমন গিল।২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে গুজরাত টাইটান্সের অধিনায়ককে।শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাত টাইটান্সের। কিন্তু সেই ম্যাচে গুজরাত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। এর ফলে শুভমনের জরিমানা হয়।
দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা কাটা হবে।এ বারের আইপিএলে দ্বিতীয় বার মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেলেন শুভমন। বোর্ডের নিয়ম অনুযায়ী তৃতীয় বার এই ভুল করলে এক ম্যাচের জন্য নির্বাসিত হবেন তিনি।