প্রদীপকুমার সিংহ, সোনারপুর: বেপরোয়া বাইক চালানোর জেরে এক অভিনেতার মৃত্যু হল সোনারপুরে। শনিবার সাতসকালে এই দুর্ঘটনা ঘটেছে সোনারপুর থানার আড়াপাঁচে। মৃতের নাম আজাদ শেখ (৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারপুর থানার জগদীশপুরের বাসিন্দা আজাদ শেখ ভোর চারটে নাগাদ বাড়ি থেকে মামার বাড়ি যাবেন বলে বেরোন। বাবা তাঁকে বারণ করেছিলেন। কারণ দু’ দিন পরেই পরিবারের সকলে মিলে যাওয়ার কথা ছিল। আজাদের ৯ বছরের একটি পুত্রসন্তানও আছে।
আগামী ২০ মে তাঁর ছেলের জন্মদিন। জন্মদিনের আগে বাবাকে হারাল ছেলে। সন্তান জন্মের সময় আজাদের স্ত্রী মারা যান। আজাদ শেখ এই বছর রিলিজ পাওয়া অঙ্কুশের মির্জা সিনেমায় অভিনয় করেছিলেন। বাবা ও ছেলে দু’জনেই অভিনয় করেছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,
দ্রুত গতিতে বাইক চালানোর সময় সজোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিতে ধাক্কা মারে। বাইকের গতিবেগ এতটাই ছিল যে সামনের চাকা খুলে যায়। সামনের অংশ পুরো ভেঙে গিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।