যাত্রী বোঝায় টোটোর সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। আহত আরও ১১৷ঘটনাটি ঘটেছে, পুরুলিয়ার নিতুরিয়া থানার ভামুরিয়া মোড়ের কাছে।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত দশটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে টোটো চেপে ফিরছিলেন কয়েকজন৷
সেই সময় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে ভামুরিয়া মোড়ের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোয় ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই টোটোয় থাকা ৫ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং দু জন পুরুষ বলে জানা গিয়েছে৷স্থানীয় সূত্রে জানা যায়,
ওই টোটোকে ধাক্কা মারার পর লরি নিয়ে চালক সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় রাস্তায় আরও বেশ কয়েকজনকে ধাক্কা মারে লরিটি। তাতে ১১ জন আহত হয়েছেন।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন বেশ কিছুক্ষণ।