দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ঝড়বৃষ্টি।কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলছে। আর এই বজ্রপাতে জেরে মৃত্যু হল এক মহিলা-সহ দুজনের। জখম হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৫ জন।
জানা গিয়েছে, বীরভূমের নানুরে চারকল গ্রামে মাঠে কাজ করতে গিয়েছিলেন গ্রামেরই বাসিন্দা জ্যোৎস্না থান্ডা (৩৫)। সেসময় আচমকাই বাজ পড়ে।কার্যত মাথায় বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হল তাঁর। জ্যোৎস্নার সঙ্গে আরও ৫ জনও গিয়েছিলেন কাজে।
তাঁরা সকলেই বজ্রপাতে জখম হয়েছেন।অন্যদিকে, নানুরের ডোংরা গ্রামের বছর পঞ্চাশের সুরথেশ্বর গড়াই বিকেলের দিকে মাঠে গরু চরাতে গিয়েছিলেন। সেখানেই বজ্রাঘাতে নিহত হন তিনি।