প্রেমিকাকে ফোন করে ডেকে এনে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায়।স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের দৌলতাবাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিঠু শেখ নামে এক যুবক তাঁর ‘দীর্ঘ দিনের প্রেমিকা’ সাবিনা খাতুনকে ফোন করে ডাকেন।
অন্য এক যুবকের সঙ্গে প্রেমিকার সম্পর্ক রয়েছে, এই সন্দেহ করে তাঁদের ঝগড়া শুরু হয়। অভিযোগ, ওই বাগ্বিতণ্ডার মধ্যে মিঠু হঠাৎই পকেট থেকে একটি ছুরি বার করে এলোপাথাড়ি সাবিনাকে কোপাতে শুরু করেন।ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাবিয়া।চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয়ে যান স্থানীয়রা।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তরুণীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ। অভিযুক্ত মিঠু শেখকে গ্ৰেপ্তার করা হয়।
প্রেম সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অনুমান পুলিশের। তরুণীর পরিবারের দাবি, মানসিক অবসাদের জেরে ওই যুবক এই কাজ করেছে।