উত্তরপ্রদেশের ঝাঁসি-কানপুর হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বর-সহ চার জনের। গুরুতর জখম আরও দু’জন।পুলিশ জানিয়েছে, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরই গাড়িতে আগুন ধরে যায়।
সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় বর, তাঁর ভাই, ভাইপো এবং গাড়িচালকের। দু’জনকে কোনও রকমে উদ্ধার করা হয়। তাঁদের শরীর ঝলসে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।