নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে ‘পাকিস্তান প্রেমী’ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার সকালে ওড়িশার কান্ধামালে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কংগ্রেস নিজের দেশকেই ভয় দেখানোর চেষ্টা করে। ওরা বলে, সামলে চলো।
পাকিস্তানের কাছে অ্যাটম বম্ব আছে। কংগ্রেসের বরাবরই এমন আচরণ। এই যে পাকিস্তানের বোমার কথা বলছে, ওই দেশের এমন হাল যে বোমা সামলানোর মতো অবস্থাও নেই। ওরা তো এখন বোমা বিক্রি করতে বেরিয়েছে, যাতে কেউ কিনে নেয়। কিন্তু গুণমানে কোনও দম নেই, তাই কেউ কেনেও না।”
তিনি আরও বলেন, “কংগ্রেসের এই দুর্বল মানসিকতা, আচরণের জন্যই জম্মু-কাশ্মীরের মানুষেরা ৬০ বছর ধরে সন্ত্রাসবাদ সহ্য করেছে। দেশে এত হামলা হয়েছে, দেশ এটা কখনও ভুলবে না যে আতঙ্কবাদীদের উচিত শিক্ষা দেওয়ার বদলে এরা (কংগ্রেস) সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করত।
২৬/১১-র মুম্বই হামলার পর এদের সাহস ছিল না অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার। কারণ, কংগ্রেস ও ইন্ডি জোটের ভয় ছিল যে আমাদের ভোট ব্যাঙ্ক এতে রাগ করবে, ক্ষুব্ধ হবে।”