ওষুধ দোকানের ভিতর থেকে উদ্ধার হল মালিকের ক্ষতবিক্ষত দেহ।ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার সম্মতি নগরে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জয়কুমার নাথ (৪২)। পেশায় ছিলেন তিনি গ্রামীণ চিকিৎসক। রাজনাথের সঙ্গে স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন পরিবারে অশান্তি চলছিল।
গত তিন দিন ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া চরমে পৌঁছোয়। শনিবার সকালে রাজনাথের স্ত্রীর চিৎকারে স্থানীয়েরা ছুটে যান। শাটার বন্ধ ওষুধের দোকানের পিছন থেকে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
এটি খুন না, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দা শুভম সাহা এই ঘটনা নিয়ে বলেন, ‘‘দাদার সঙ্গে বৌদির দীর্ঘ দিন ধরে সাংসারিক অশান্তি চলছিল। সন্দেহ নিয়ে বেশ কিছুদিন কথা বন্ধ ছিল। এই মৃত্যুর পিছনে ওই ঘটনার কোন সম্পর্ক রয়েছে কি না খতিয়ে দেখুন তদন্তকারীরা।’’