বিশ্ব সমাচার, বারুইপুর: যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য শনিবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পিয়ালি এলাকায় ভোট প্রচার করেন। সেখানে তিনি বলেন, ইস বার বিজেপি ছারখার। বিজেপি হারবে, কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার।
এদিন তিনি আরও বলেন, একেক দফা ভোট হচ্ছে, আর বিজেপির চাপ বাড়ছে। মোদী গ্যারান্টি দিয়ে শুরু করেছিলেন, এখন আবার হিন্দু-মুসলমানে নেমে এসেছেন। অম্বানি, আদানিকেও ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। ওঁরা নাকি এখন কংগ্রেসের দিকে ঝুঁকেছেন। নির্বাচনে বিজেপি হারছে।
কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে।তৃণমূলকে কটাক্ষ করে সৃজন বলেন, ওরা পাঁচিলে বসে জল মাপছে। এরকম কিছু দলকে ধরে বিজেপি বাঁচতে চাইবে। তাতে লাভ হবে না। আমরা বাকি সবাই মিলে বিজেপিকে কেন্দ্র থেকে সাফ করে দেব,
তৃণমূলকে রাজ্যে হাফ করে দেব। বিজেপির বিপদ বাড়ছে, বিজেপির চাপ বাড়ছে। বিজেপি এবার হারবেই। বিকল্প সরকার গঠন হবে।