আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন জেমস অ্যান্ডারসন।কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল অবসরের পথে হাঁটতে চলেছেন ইংল্যান্ডের সিনিয়র তারকা পেসার জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী জিমি আসন্ন জুলাইতে শেষ বার ইংল্যান্ডের টেস্ট জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন।
লর্ডসে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। শেষ বার বল হাতে সেখানেই নামবেন জিমি।সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়ে অ্যান্ডারসন লিখেছেন, ‘‘সবাইকে একটি বিশেষ কথা জানাচ্ছি। আগামী গ্রীষ্মে লর্ডসের প্রথম টেস্ট হবে আমার ক্রিকেটজীবনের শেষ টেস্ট ম্যাচ। ২০ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এক অসাধারণ অভিজ্ঞতা।
ছোট থেকেই আমি ক্রিকেট খেলতে ভালবাসি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামার মুহূর্তগুলোর অভাব ভীষণ অনুভব করব। কিন্তু সরে দাঁড়ানোর এটাই সেরা সময় বলে মনে করছি। অন্যদের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়া উচিত। যে সুযোগ আমি পেয়েছি। এই সিদ্ধান্তের জন্য আমার কোনও আক্ষেপ নেই।’’
পরিবারের সদস্যদের ছাড়াও, সব কোচ, সতীর্থ, সমর্থক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন অ্যান্ডারসন।ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্ট, ১৯৪টি এক দিনের ম্যাচ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন।
২০১৫ সালের পর অবশ্য দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেননি তিনি। টেস্টে ৭০০ উইকেটের পাশাপাশি, এক দিনের ক্রিকেটে ২৬৯টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮টি উইকেট রয়েছে তাঁর।