লোকসভা ভোটের প্রচারে রাজ্যে এসে ফের সন্দেশখালি ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শুক্রবার রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচারে এসে অমিত শাহ বলেন, ‘‘মমতা একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। আর তা করেছে ওঁরই দলের নেতারা। ওঁর লজ্জা হওয়া উচিত।
বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই। আমরা সন্দেশখালির অপরাধীদের উলটো করে ঝুলিয়ে শাস্তি দেব। তারা শাস্তি পাবেই।’’ যদিও সন্দেশখালির ভিডিয়োকাণ্ড নিয়ে মুখ খোলেননি তিনি। সিএএ ইস্যুতে অমিত শাহ বলেন, ‘‘সিএএ দেশে লাগু হওয়া উচিত কি না, বলুন। বহু মানুষ আজও নাগরিকত্ব পাননি।
সরকার তা দিতে চাইছে। কিন্তু ভোট রাজনীতির জন্য তাতে বাধা দিচ্ছে মমতা সরকার। অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছে মমতার সরকার। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের বিরোধিতা করছে।কিন্তু আমরা সকলকে নাগরিকত্ব দেব।’’ দুর্নীতি স্যুতে অমিত শাহ বলেন, “দুর্নীতিতে ‘এক নম্বরে মমতার সরকার’।
শিক্ষক, পুরনিয়োগ থেকে রেশন, কয়লা— সব ক্ষেত্রেই দুর্নীতি করেছে মমতার সরকার।মমতার মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা মিলেছে। এই সভায় কেউ দেখেছেন? এই টাকা কার? এই টাকা রানাঘাটের গরিব যুবকদের। এই মমতা এবং তৃণমূল এই কোটি কোটি টাকার দুর্নীতি করছে। যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের জেলে পাঠাবে বিজেপি।”
অমিত শাহ আরও বলেন, ‘‘আজ বলতে চাই, মোদীজি ১০ বছরে ৮০ কোটি গরিবের জন্য অনেক কাজ করেছেন। প্রতি মাসে যে ৫ কেজি চাল আসে, তা মোদী দেন। মমতা বন্দ্যোপাধ্যায় নন।১২ কোটি ঘরে শৌচালয় বানানো হয়েছে। তা-ও মোদী করেছেন। ৪ কোটি ঘর করেছেন। ১০ কোটির বেশি গ্যাসের সংযোগ দিয়েছেন।
১৪ কোটি লোককে কলের জল দিয়েছে মোদী।’’অমিত শাহ জনতার উদ্দেশে বলেন, ‘‘এই যে নানা জায়গায় লাগাতার বিস্ফোরণ হচ্ছে, সকলকে ভয় দেখানোর জন্য এসব করাচ্ছে মমতা সরকার। রানাঘাটবাসীকে বলছি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছি আমরা। ভোটের দিন ভয় পাবেন না। নিশ্চিন্তে ভোট দিতে যান।’’