সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা গঙ্গাধর ও গদাধর কয়াল।সন্দেশখালির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল গত শনিবার। যা রাজ্য রাজনীতিতে কার্যত তোলপাড় ফেলে দিয়েছে। সন্দেশখালিতে ‘স্টিং অপারেশন’ বা গোপন ক্যামেরা অভিযান করে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে।
সেখানেই দেখা গিয়েছিল গঙ্গাধরকে। ভিডিয়োতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছে তিনি নিজে স্বীকার করছেন, সন্দেশখালির আন্দোলন সাজানো। টাকার বিনিময়ে সেখানকার মহিলারা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ধর্ষণ এবং অত্যাচারের ভুয়ো অভিযোগ দায়ের করেছেন।
যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব সমাচার।শুক্রবার সন্দেশখালির ঘটনায় ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে বলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেতা গঙ্গাধর ও গদাধর কয়াল। অভিযোগ, বিজেপি নেতার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে তা সোশাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
বিজেপি নেতাদের কথায়, এহেন ভিডিওর কারণে সন্দেশখালি নতুন করে অশান্ত হয়ে উঠছে। ফলে গঙ্গাধর কয়ালরা হাই কোর্টের কাছে কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়েছেন। সিবিআইয়ের কাছেও অভিযোগ জানিয়েছেন তাঁরা। সোমবার এই মামলা শোনা হবে বলে জানিয়েছে আদালত।