সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতি। ধর্ষণের অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন এক অভিযোগকারী। এবার সাদা কাগজে সই ও ধর্ষণের মিথ্যে অভিযোগ নিয়ে মুখ খুললেন শেখ শাহজাহান।তিন দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়।
কোর্ট চত্বরে তাঁর কাছে সন্দেশখালির বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে।’’ এদিকে বিজেপির দাবি এই ভিডিও সম্পূর্ণভাবে ভুয়ো।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে শাহজাহান বলেন, “স্টিং অপারেশনের ভিডিওই আসল।” শাহজাহানের পাশাপাশি শেখ আলমগির, জিয়াউদ্দিন-সহ আরও তিন জনকে বসিরহাট আদালতে হাজির করানো হয় শুক্রবার।